Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

সভাধিপতির ক্ষমতা খর্ব, আদিবাসী মুখ সহকারীর গুরুত্ব বৃদ্ধিতে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সংসদীয় রাজনীতিতে রদবদলের প্রক্রিয়া শুরু শিলিগুড়িতে। ইতিমধ্যে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের ক্ষমতা কিছুটা খর্ব করা হয়েছে। পরিবর্তে গুরুত্ব বেড়েছে সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কার। তাঁকে একটি স্থায়ী সমিতির কাজকর্ম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। ছাব্বিশের নির্বাচনের আগে এনিয়ে স্থানীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, বিধানসভা ভোটের আগে আদিবাসী মুখ হিসেবে রোমাকে তুলে ধরতে চাইছে শাসকদল তৃণমূল কংগ্রেস। 
সভাধিপতি বলেন, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের সৈনিক। তাঁর নির্দেশ মতোই মহকুমা পরিষদে আমরা আট সদস্য ঐক্যবদ্ধভাবে কাজকর্ম করছি। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই। সহাকারী সভাধিপতিকে একটি স্থায়ী সমিতির কাজকর্ম দেখতে বলা হয়েছে। এতে ক্ষমতার বিকেন্দ্রিকরণ হয়েছে। এনিয়ে কোনও দ্বিমত নেই। গ্রামীণ উন্নয়নে আরও গতি আসবে। 
পদাধিকারবলে মহকুমা পরিষদের সমস্ত স্থায়ী সমিতির সদস্য সভাধিপতি ও সহকারী সভাধিপতি। কিন্তু আইন অনুসারে সমস্ত স্থায়ী সমিতির নথিপত্রে চূড়ান্ত পর্যায়ে স্বাক্ষর করার দায়িত্ব সভাধিপতির। সেখানে সহকারীর কোনও ভূমিকা নেই। তা হলেও সহকারী সভাধিপতিকে বাড়তি দায়িত্ব দেওয়ার দাবি বহুদিনের। 
প্রশাসন সূত্রের খবর, এই মুহূর্তে মহকুমা পরিষদে নতুন করে কর্মাধ্যক্ষ নির্বাচন করতে গেলে অনাস্থা আনতে হবে। এতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। কাজেই সেই পথে হাঁটেননি সভাধিপতি। পঞ্চায়েত দপ্তরের আধিকারিদের সঙ্গে আলোচনা করে তিনি খাদ্য সরবরাহ, শিশু ও নারী উন্নয়ন, জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির কাজকর্ম তদারকির দ্বায়িত্ব ছেড়েছেন। এবার থেকে সেই দায়িত্ব পালন করবেন সহকারী। তবে সংশ্লিষ্ট স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অপরিবর্তিত রয়েছেন। সভাধিপতি বলেন, এতদিন পর্যন্ত ওই স্থায়ী সমিতির রেজুলেশন সহ বিভিন্ন ফাইলে আমি স্বাক্ষর করতাম। এখন থেকে তা সহকারী সভাধিপতি করবেন। 
সংশ্লিষ্ট স্থায়ী সমিতির দায়িত্ব পেয়ে রোমা রেশমি রীতিমতো উচ্ছ্বসিত। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি ফাঁসিদেওয়া ব্লকে মহকুমার ৯ নম্বর আসন থেকে নির্বাচিত হন। তিনি এমএ পাশ। বাংলা সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি বলেন, আদিবাসী ছেলেমেয়েদের এগিয়ে আনাই লক্ষ্য। তাই সংশ্লিষ্ট স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সহ সদস্যদের সঙ্গে আলোচনা করেই খাদ্য সরবরাহ এবং নারী ও শিশুদের উন্নয়নে আরও জোর দেব। 
সংশ্লিষ্ট স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ কুমুদিনী বরাইক ঘোষ। গত পঞ্চায়েত ভোটে তিনি ফাঁসিদেওয়া মহকুমা পরিষদের ৭ নম্বর আসন থেকে নির্বাচিত হন। সংশ্লিষ্ট স্থায়ী সমিতিতে মহকুমা পরিষদের সদস্য জ্যোতি তিরকি এবং মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা রায় সহ ৩০ জন সদস্য রয়েছেন। কর্মাধ্যক্ষ বলেন, নিয়মিত স্থায়ী সমিতির বৈঠক করে রেজুলেশনের ফাইল অনুমোদনের জন্য এখন থেকে সহকারীর কাছে পাঠাব। বোর্ডে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন সভাধিপতি। এতে খুশি। আর আমি ও সহকারী একই ব্লকের বাসিন্দা। কাজেই স্থায়ী সমিতির কাজকর্ম করতে বাড়তি সুবিধা হবে। 
প্রসঙ্গত, ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র এসটিদের সংরক্ষিত। কাজেই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আদিবাসী সম্প্রদায়ের মেয়ে রোমার গুরুত্ব বৃদ্ধি নিয়ে জোরচর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, এখানে তৃণমূলের আদিবাসীমুখ নেই বললেই চলে। তাই বিধানসভা ভোটের আগে রোমাকে সামনের সামনের সারিতে তুলছে তৃণমূল। যদিও মহকুমা পরিষদের সদস্যদের বক্তব্য, বিষয়টি সঙ্গে বিধানসভা ভোটের কোনও সম্পর্ক নেই।

টাস্কফোর্সের অভিযান সার, আলু অগ্নিমূল্যই

প্রশাসনের অভিযান, ব্যবসায়ী সমিতির আশ্বাসেও শিলিগুড়িতে আলুর দাম কমেনি। কেজি প্রতি ৩৫ টাকার নীচে আলু পাওয়া যাচ্ছে না। কোথাও আবার ৪০ টাকায় আলু বিকচ্ছে। নতুন আলু বাজারে ওঠার পরও  দাম না কমায় সাধারণ মানুষ নাজেহাল।
বিশদ

আবাসের তালিকা দেখা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি, ঝরল রক্তও

সিতাই বিধানসভা উপ নির্বাচনের কারণে বন্ধ ছিল আবাস যোজনার সার্ভের কাজ। নির্বাচনবিধি উঠতেই জোর কদমে শুরু হয়েছে জরিপ। সেই জরিপের তালিকায় নাম রয়েছে কি না তা জানতে গিয়ে মঙ্গলবার বিবাদে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্যর অনুগামীরা।
বিশদ

কলকাতায় মৃত্যু মালদহের ছাত্রের

ছাত্রমৃত্যু নিয়ে রহস্য বাড়ছে মালদহের বৈষ্ণবনগরে। পড়ুয়া আত্মহত্যা করেছেন বলে বাড়িতে ফোন এলেও সেকথা মানতে  রাজি নয় পরিবার।
বিশদ

তপনের চণ্ডীপুরে কাজীভাগ প্রাথমিকে সীমানা প্রাচীরের দাবি অভিভাবকদের

প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাঝ বরাবর চলে গিয়েছে গ্রামের রাস্তা। সেখানে যানবাহন চলাচল বাড়তে থাকায় এবার পড়ুয়াদের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবক, বাসিন্দারা। তাঁরা এবার সীমানা প্রাচীর দেওয়ার দাবি তুলেছেন।
বিশদ

উত্তর দিনাজপুরের সার যাচ্ছে বিহারে, সঙ্কট বাড়ার আশঙ্কায় নজরদারি কৃষিদপ্তরের

রবি মরশুমের শুরু থেকেই সারের চাহিদা ও জোগান ঠিক রাখতে নানা ব্যবস্থাপনা, নজরদারিতে কালঘাম ছুটছে জেলা কৃষি আধিকারিকদের। এরপরও জেলার সীমানা পেরিয়ে সার চলে যাচ্ছে লাগোয়া প্রতিবেশী রাজ্য বিহারে।
বিশদ

ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের হয়রানি করার অভিযোগ 
 

সরকারি ধান ক্রয় কেন্দ্রে হয়রানির অভিযোগে চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা। অভিযোগ, মঙ্গলবার চোপড়ার সরকারি ধান ক্রয় কেন্দ্রে দুপুর পর্যন্ত মিলারের দেখা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা।
বিশদ

বহু বিএসকে ঠিকমতো কাজ করছে না, কড়া ধমক ডিএমের

রাজ্য সরকারের সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে। কিন্তু জলপাইগুড়িতে বহু বিএসকে ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ।
বিশদ

গাজোলের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম, সময়ের আগে ছুটি দেওয়ার অভিযোগ

দুপুর আড়াইটার আগে স্কুল ছুটি দেওয়ার অভিযোগ উঠল মালদহের গাজোল সার্কেলের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার এক শিক্ষক স্কুলে আসেননি।
বিশদ

একই কায়দায় বারবার চুরিই কাল, চোর সহ ধৃত স্বর্ণকার

ফের গোটা গায়ে চাদর জড়িয়ে চুরি করতে যাওয়াই কাল হল চোরের। একই কায়দায় চুরি দেখে দ্রুত চোরকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিস। সিসি ক্যামেরার ফুটেজে চুরির কায়দা দেখে চোরের বাড়ি পৌঁছে যায় পুলিস ভ্যান।
বিশদ

বীরঘইয়ে মৃত তরুণের পরিচয় মিলল

দু’দিন আগে এক অজ্ঞাতপরিচয় তরুণের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের ঋষিপুরে। মঙ্গলবার সেই তরুণের দেহ রায়গঞ্জ মেডিক্যালের মর্গে এসে সনাক্ত করল তাঁর পরিবার ও প্রতিবেশীরা।
বিশদ

গাজোলের আকালপুরে পুকুরের দখল ঘিরে দুই পরিবারের সংঘর্ষ

পুকুরের দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের পর বাড়ি ভাঙচুর করা হল মালদহের গাজোলের আকালপুরে। আগুন লাগিয়ে দেওয়া হয় একটি বাড়ি, বাইকেও। দুই গ্রামের দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মঙ্গলবার সকাল থেকে।
বিশদ

রায়গঞ্জ মেডিক্যালে প্রথমবার দেহদান

শেষ ইচ্ছে ছিল মৃতদেহ মেডিক্যালের পড়ুয়াদের স্বার্থেই ব্যবহার করা হোক। সেইমতো রায়গঞ্জের বাসিন্দা নারায়ণ চন্দ্র দাসের (৭৩) মৃতদেহ দান করা হল রায়গঞ্জ মেডিক্যালে। এই প্রথম সেখানে কোনও দেহদান করা হল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশদ

গঙ্গারামপুরে বধূর মৃত্যুতে খুনের অভিযোগ

মঙ্গলবার গঙ্গারামপুরের দামাহার এলাকায় এক বধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। মৃতার পরিবার বলছে, তাকে খুন করা হয়েছে। পুলিস সূত্রে খবর, মৃত বধূর নাম রেনুকা পারভিন(১৮)।
বিশদ

অর্থ কমিশনের খরচ দেখাতে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতে অনিয়মের অভিযোগ

পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, সরকারি প্রকল্পের কাজ শেষ হওয়ার পর ঠিকাদারদের বিলের ১০ শতাংশ টাকা ছ’মাসের জন্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে রাখা হয়।
বিশদ

Pages: 12345

একনজরে
জোট পেয়েছে একক গরিষ্ঠতার থেকে অনেক বেশি আসন। তাই অন্য দল ভাঙিয়ে বিধায়ক নিয়ে এসে সরকার গঠনের দরকারই নেই। কিন্তু বিজেপি সন্তুষ্ট নয়। অতএব মুম্বইয়ের ...

আগামী  ২২ জানুয়ারি থেকে সুন্দরবনে শুরু হবে তৃতীয় পাখি উৎসব। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন সুন্দরবন টাইগার রিজার্ভের কর্তারা। এই বার্ড ফেস্টিভ্যালে অংশ নিতে আবেদন করতে হবে। ...

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে শুরুটা ভালো করেছিল রিয়াল মাদ্রিদ। তবে তারপরই ছন্দপতন। চার ম্যাচে দু’টি হার। বাকি দুই ম্যাচে জয়ের সুবাদে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ...

৪৩তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে প্যাভিলিয়ান গড়ে লগ্নিকারীদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। এনআইএসএম, বিএসই, এনএসই, এমসিএক্স, এনএসডিএল, অ্যামফির মতো বেশ কয়েকটি সংস্থার সহায়তায় তারা যে প্যাভিলিয়নটি তৈরি করেছে, তার নাম ‘ভারত কা শেয়ার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৮২ - উইলিয়াম শেক্সপিয়রের বিবাহ
 ১৭৯৫- গেরাসিম লেবেদেফের উদ্যোগে কলকাতার মঞ্চে প্রথম অভিনীত হল নাটক
১৮৫২ - কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক  অগাস্টা অ্যাডার মৃত্যু
১৮৭৮- কবি যতীন্দ্রমোহন বাগচির জন্ম
১৮৮৮ - কবিপুত্র তথা বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী,শিক্ষাবিদ ও লেখক রথীন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৮৯৫ - বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তাঁর সমস্ত সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন।
১৯০৭ - বিশিষ্ট ভারতীয় হিন্দি ভাষার কবি ও লেখক হরিবংশ রাই বচ্চনের জন্ম
১৯১৩- চিত্রশিল্পী চিত্রানিভা চৌধুরির জন্ম
১৯১৪ - ব্রিটেনে প্রথম মহিলা পুলিস নিয়োগ হয়।
১৯৪০- অভিনেতা ও মার্শাল আর্ট শিল্পী ব্রুস লি’র জন্ম
১৯৫২- সুরকার বাপ্পি লাহিড়ির জন্ম
১৯৮৪- অভিনেতা ও গায়ক অসিতবরণের মৃত্যু
১৯৮৬- ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার জন্ম
১৯৯২ - এই দিন থেকে ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করেন।
২০০৮- ভারতের সপ্তম প্রধানমন্ত্রী ভি পি সিংয়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৪৩ টাকা ৮৫.১৭ টাকা
পাউন্ড ১০৪.১৯ টাকা ১০৭.৯০ টাকা
ইউরো ৮৬.৭৫ টাকা ৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৫,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৫,৯০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ অগ্রহায়ণ,১৪৩১, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪। দ্বাদশী অহোরাত্র। চিত্রা নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৬/১/৫৮, সূর্যাস্ত ৪/৪৭/১৬। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৫ মধ্যে পুনঃ ৭/২৮ গতে ৮/১১ মধ্যে পুনঃ ১০/২০ গতে ১২/২৯ মধ্যে। রাত্রি ৫/৪০ গতে ৬/৩৩ মধ্যে পুনঃ ৮/১৯ গতে ৩/২৪ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৪৫ গতে ৭/২৮ মধ্যে পুনঃ ১/১২ গতে ৩/২১ মধ্যে। বারবেলা ৮/৪২ গতে ১০/৩ মধ্যে পুনঃ ১১/২৪ গতে ১২/৪৪ মধ্যে। কালরাত্রি ২/৪২ গতে ৪/২২ মধ্যে। 
১১ অগ্রহায়ণ,১৪৩১, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪। দ্বাদশী শেষরাত্রি ৬/২। চিত্রা নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৬/৩, সূর্যাস্ত ৪/৪৭। অমৃতযোগ দিবা ৬/৫৬ মধ্যে ও ৭/৩৮ গতে ৮/২০ মধ্যে ও ১০/২৮ গতে ১২/৩৫ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৬/৩৬ মধ্যে ও ৮/২৫ গতে ৩/৩২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৬ গতে ৭/৩৮ মধ্যে ও ১/১৭ গতে ৩/২৪ মধ্যে। কালবেলা ৮/৪৪ গতে ১০/৫ মধ্যে ও ১১/২৫ গতে ১২/৪৬ মধ্যে। কালরাত্রি ২/৪৪ গতে ৪/২৪ মধ্যে।  
২৪ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কালীগঞ্জে পিএইচই’র তদারকির কাজ শুরু হল

11:54:00 AM

হরিদেবপুরে বৃদ্ধাকে মাদক খাইয়ে লুট চার লক্ষ টাকা এবং সোনার গয়না, গ্রেপ্তার ২

11:53:00 AM

আর্থিক প্রতারণা মামলা: বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী তনুশ্রী রায়কে আদালতে হাজির করানোর জন্য তমলুক থানা থেকে নিয়ে যাওয়া হল

11:41:00 AM

ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪: বিহারে বিধানসভার বাইরে বিরোধী দলের নেতাদের বিক্ষোভ

11:40:00 AM

এম  কে স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন উদয়নিধি স্ট্যালিন

11:24:00 AM

বুধবার কেমন থাকবে শহরের আবহাওয়া?
শীতের আমেজ বজায় রয়েছে শহরে। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন ...বিশদ

11:15:46 AM