কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
এবিষয়ে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, প্রতিদিন পুরসভার ই-গার্বেজ ভ্যান বাড়ি বাড়ি যায়। সেখানেই আবর্জনা ফেলতে হবে। শহরের কিছু মানুষ রাস্তায় আবর্জনা ফেলছেন। তাঁদের নোটিস পাঠানো হয়েছে। নাগরিকরা নিয়ম না মানলে এবার এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
আবর্জনা সাফাইয়ের জন্য ২৫ টি ওয়ার্ডে নির্দিষ্ট টিম রয়েছে। ওয়ার্ড সুপারভাইজার ছাড়াও নির্মল সাথী ও নির্মল বন্ধুরা রয়েছেন। তারপরেও শহরে আবর্জনা সাফাইয়ে বেশকিছু সমস্যা হচ্ছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৫টি ই-গার্বেজ ভ্যান পুরনো হয়ে যাওয়ায় সেগুলি ব্যবহার করা যায় না। ৩৫টি ভ্যান দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে। তবে, দুর্গাপুজো, কালীপুজোর পর আবর্জনা সাফাইয়ে ঢিলেমির অভিযোগও উঠেছে কর্মীদের বিরুদ্ধে। সেদিকেও নজর দিচ্ছে পুরসভা।
এবিষয়ে স্যানিটারি বিভাগের এমসিআইসি মহেশ পারেখের মন্তব্য, নোটিস পাওয়ার পর একই কাজ করলে মোটা জরিমানা করা হবে।