কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
স্থানীয়দের বক্তব্য, মথুরাপুর জনবহুল জায়গা। সেখানে স্বাস্থ্যকেন্দ্রে আগে দু’টি বেড সহ সর্বক্ষণের জন্য ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা নিযুক্ত ছিলেন। এখন এই পরিষেবা বন্ধ। সামান্য চিকিৎসার জন্য মানুষকে ছুটতে হয় তিন কিমি দূরে মানিকচক গ্রামীণ হাসপাতালে।
মথুরাপুর স্বাস্থ্যকেন্দ্রে ফের বেড চালুর দাবিতে সরব হয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ মথুরাপুর পঞ্চায়েতের সদস্যরা। বিরোধী দলনেতা উজ্জ্বল মণ্ডল বলেন, মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার থাকেন না। সকাল ৯ টা থেকে ওপিডি চালু হওয়ার কথা। কিন্তু নিয়মিত ডাক্তার না আসায় রোগীরা হতাশ হয়ে বাড়ি ফিরছেন। প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করে ভবন সংস্কার করা হলেও চিকিৎসা ব্যবস্থার কোনও উন্নতি হয়নি। আমরা চাই, নিয়মিত পরিষেবা এবং সর্বক্ষণের জন্য ডাক্তার ও নার্সের ব্যবস্থা করুক প্রশাসন।
ব্লক স্বাস্থ্য আধিকারিক অভীকশঙ্কর কুমার বলেন, মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে সপ্তাহে ছয’দিন ওপিডি চালু থাকে। নিয়মিত চিকিৎসা পরিষেবা পান এলাকার মানুষ। তবে স্থায়ী চিকিৎসক, নার্স ও বেডের বিষয়টি বিবেচনা করে দেখা হবে।