কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রামে বোল্লাকালী পুজোয় উত্তরবঙ্গ থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। ভিড়ের কারণে অনেকেই সেই পুজোয় অংশ নিতে পারেন না। সেই সমস্ত ভক্তরা মূলত তপনের বদলপুরের ছোট বোল্লাকালী পুজোয় অংশ নেন।
বদলপুরের ছোট বোল্লাকালী পুজো এবং মেলা কমিটির সভাপতি প্রকাশ রায় বলেন, আমাদের জেলা ছাড়াও মালদহ ও উত্তর দিনাজপুর থেকে প্রচুর ভক্ত মানত করেন ছোট বোল্লাকালী মায়ের কাছে। প্রতিবছর ৩০ থেকে ৩৫টি ছাগ বলি হয় এখানে।
পুজোয় আসা রামচন্দ্রপুরের বীরেন বর্মন বলেন, এখানকার ছোট বোল্লা মা অনেক জাগ্রত। অনেকের মনস্কামনা পূর্ণ হয়। তাই মানত করে এসেছি। মেলা দেখে কেনাকাটা করে বাড়ি ফিরব।