ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
দিনের বদলে রাতে চলাচলের জন্য ডাম্পার লরি সংগঠনগুলির সঙ্গে জেলা পুলিস আগেই বৈঠক করেছিল। বৈঠকে সংগঠনগুলি জেলা পুলিসের বিকল্প প্রস্তাবে রাজি হয়। তারপরই সোমবার থেকে রাতে ডাম্পার, লরিগুলি চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বীরপাড়ার লংকা রোডে ওই লেভেল ক্রসিং দিয়ে দৈনিক প্রায় ২৫০টি ডলোমাইট বোঝাই ডাম্পার ও লরি যাতায়াত করে। ভুটানের পাগলি থেকে ওই ডলোমাইট এনে জমা করা হয় দলগাঁও রেলস্টেশনে। সেখান থেকে রেল সেই ডলোমাইট প্রয়োজন মতো অন্য স্টেশনে পাঠায়। জেলা পুলিসের এই বিকল্প ব্যবস্থায় দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে রেহাই মেলায় এখন উচ্ছ্বাসে ভাসছেন বীরপাড়ার বাসিন্দারা।