ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
স্থানীয়দের দাবি, এই রুট দিয়ে প্রতিদিন শতাধিক টোটো যাত্রী নিয়ে চলাচল করে। টোটোচালক মফিদুল হোসেন বলেন, বেহাল রাস্তা দিয়ে চলতে গিয়ে টোটোর খারাপ হয়ে যাচ্ছে। দুলিয়াবাড়ির বাসিন্দা কাজি আতাউর রহমানের অভিযোগ, দু’বছর হল, রাস্তা সংস্কারের। নিম্নমানের কাজ হওয়ায় পিচ উঠে রাস্তার বেহাল দশা। একই বক্তব্য মুলাইবাড়ির সাদ্দাম হোসেনেরও। স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, রাজ্যসরকারের গ্রামোন্নয়ন তহবিল থেকে রাস্তাটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।