ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
কিন্তু কেন প্রতিদিন একই সমস্যার সম্মুখীন হতে হবে? এই প্রশ্ন তুলছেন ইটাহারের মানুষ। স্থানীয় বাসিন্দা অজয় চক্রবর্তী বলেন, টোটো এমনভাবে রাস্তা দখল করে থাকে যে চলাফেরা করাই কঠিন হয়ে পড়ে। যানজট সমস্যা সমাধানে টোটোচালকরাও পার্কিং জোনের দাবি জানিয়েছেন। টোটোচালক সন্দীপ রায় ও সামিদুর রহমানদের কথায়, নির্দিষ্ট পার্কিং জোন না থাকায় রাস্তার পাশেই টোটো রাখতে হচ্ছে। পার্কিংয়ের ব্যবস্থা থাকলে ভালো হয়। ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার বলেন, অবৈধ পার্কিং বন্ধ করতে পুলিসকে সঙ্গে নিয়ে অভিযানে নামা হবে। যানজট নিয়ন্ত্রণ ও পার্কিংয়ের সুব্যবস্থা করতে সবাইকে নিয়ে বৈঠক করা হবে। টোটোর দৌরাত্ম্যের জন্য ব্যবসায়ীদের একাংশও ক্ষুব্ধ। অবৈধ পার্কিংয়ের ফলে ব্যবসাতেও ক্ষতি হচ্ছে। রাস্তা হয়েছে সংকীর্ণ। চাঁচল ও বালুরঘাটগামী ছোট বড় বাস, ট্রাক সহ অন্য যানবাহন চলাচল করতে গিয়ে হচ্ছে যানজট। ইটাহারের ট্রাফিক পুলিস জানায়, যানজট নিয়ন্ত্রণ ও বেআইনি পার্কিং রুখতে লাগাতার অভিযান করা হচ্ছে।