ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
এদিন পুরসভায় সবুজ ঝান্ডা নাড়িয়ে নতুন ট্যাঙ্কারগুলির যাত্রার সূচনা করেন মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত সহ অন্যান্য সদস্য ও আধিকারিকরা ছিলেন। মেয়র বলেন, শহরে পানীয় জল সরবরাহ করতে ওই পাঁচটি ট্যাঙ্ক কেনা হয়েছে। সেগুলি স্টেইনলেস স্টিলের। ট্যাঙ্কগুলি তিন হাজার লিটারের। সেগুলি কিনতে খরচ হয়েছে ১০ লক্ষ ৬৭ হাজার ২৪০ টাকা।
এনিয়ে পুরসভায় ট্যাঙ্কের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০টি। যারমধ্যে দুই হাজার লিটারের ৩৫টি এবং তিন হাজার লিটারের ২৫টি ট্যাঙ্ক। আজ ও কাল সেগুলি শহরের ৪৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে জল সরবরাহ করবে। পুরসভার জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য বলেন, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কাছ থেকে মিলছে আরও পাঁচটি ট্যাঙ্ক। সেগুলি পাঁচ হাজার লিটারের।
কয়েকদিন আগে দার্জিলিংয়ের একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি শিলিগুড়ির জল প্রকল্পের বিকল্প ইনটেক ওয়েলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট ইনটেক ওয়েল ফুলবাড়িতে। সেখানেই জল প্রকল্পের ট্রিটমেন্ট প্লান্ট। আজ থেকে পাইপের মাধ্যমে সেই প্লান্টের সংযোগ করার কাজ শুরু হবে। তা করবে পিএইচই। কাজ চলবে শনিবার পর্যন্ত। এজন্যই দু’দিন শহরে জল সবরাহ হবে না।
পুরসভার এমন ঘোষণা শোনার পরই দুশ্চিন্তায় পড়েছেন নাগরিকরা। এদিন শহরের মহাকালপল্লি, দশরথপল্লি, গঙ্গানগর, সন্তোষীনগর প্রভৃতি এলাকায় রাস্তার কল থেকে জল সংগ্রহ করতে বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, দু’দিন জল না এলে চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই অতিরিক্ত জল মজুত রাখা হচ্ছে। আবার কেউ বলেন, বাজার থেকে দু’দিনের জন্য খাবার জল কিনে রাখছি।