ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
আদিবাসী সমাজের অন্তত ৩০০ জন পুরুষ ও মহিলা র্যালি করে মেলা প্রাঙ্গণে আসেন। আদিবাসীদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সরাসরি পৌঁছে দিতে মেলায় বিভিন্ন দপ্তরের স্টল ছিল। তিরন্দাজি ছাড়াও ফুটবল, দৌড় প্রতিযোগিতা হয় মেলায়।
বিডিও মনোজ কাঞ্জিলাল বলেন, সমাজে আদিবাসীদের প্রতি কোনও রকম অন্যায় হলে পুলিসের তরফে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা আলাদা করে তাঁদের বোঝানো হচ্ছে। সাঁওতালি ভাষায় বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বামনগোলাতেও জয় জোহার মেলা হয় ব্লকের কমিউনিটি হলে। সেখানে আদিবাসী নৃত্য, গান ও কবিতা পাঠ হয়। আদিবাসীদের কোদাল, বেলচা, ত্রিপল বিতরণ করা হয়েছে। জেলাশাসক বলেন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আদিবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকায় এই মেলা হচ্ছে। আদিবাসীদের বিভিন্ন অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করা হচ্ছে।
(জোহর মেলায় তির ধনুক হাতে জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া।-নিজস্ব চিত্র)