পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
করণদিঘিতে দমকল কেন্দ্রের দাবি বহু পুরনো। এখানে আগুন লাগলে রায়গঞ্জ থেকে দমকলের ইঞ্জিন আসে। তার আগেই পুড়ে শেষ হয়ে যায় বাড়িঘর। করণদিঘি ব্লকের বোতলবাড়ি বাসস্ট্যান্ডে ৩৪ নং জাতীয় সড়কের পাশে একটি সরকারি জায়গা পরিদর্শন করেন জেলাশাসক।
করণদিঘির টুঙ্গিদিঘিতে ফ্লাইওভারের দাবিও দীর্ঘদিনের। এনিয়ে জেলা প্রশাসনে সুপারিশ করেন করণদিঘির বিধায়ক। সেইমতো এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নিয়ে ফ্লাইওভার নির্মাণের জন্য জায়গা খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা। করণদিঘি কিষাণমান্ডির পাশে কলেজ তৈরির জায়গা এবং রসাখোয়া হাটে শেড নির্মাণের বিষয়টিও খতিয়ে দেখা হয়।
জেলাশাসক জানান, করণদিঘিতে একাধিক উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছেন বিধায়ক গৌতম পাল। সেই প্রস্তাবিত কাজ সহ জায়গা পরিদর্শন করা হয় এদিন। বিধায়কের আশ্বাস, প্রস্তাবিত কাজ দ্রুত শুরু হয়ে যাবে।