প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
শহরের মঙ্গলবাড়িতে দুটি বিগ বাজেটের কালীপুজো হচ্ছে। বাঘাযতীন সঙ্ঘে শালপাতার পুজোমণ্ডপ। শহরের পুরসভাগামী রোডগুলি আলোকসজ্জায় মুড়ে ফেলা হয়েছে। শহরের স্কুলপাড়ার ফাটাকেষ্ট ক্লাবের থিম তিরুপতি বালাজি মন্দির নজর কাড়ছে। দুটি ক্লাবেই কয়েকদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর পাশাপাশি নরনারায়ণ সেবা হবে। শহরের প্রাচীন পুজোকে ঘিরেও উৎসবে মাতোয়ারা মানুষ। বুড়ি, রক্ষা কালী, পুরসভা ভবনের কাছে সাঁকো ঘাট, বাচামারিতেও কালী মায়ের আরাধনা হচ্ছে। সাঁকো ঘাট উদ্যোক্তাদের পক্ষে চিরঞ্জিত ঘোষ বলেন, আমাদের শ্মশানে মা কালী কৃষ্ণা হলেও তাঁর রূপ ভয়ঙ্কর রূপিনী। জিভ অনেকটা বের হয়ে থাকে। জিভ রক্তবর্ণের। ভক্তরা রাত জেগে মায়ের পুজো দেন। মানতের পায়রা বিসর্জনের আগে পর্যন্ত মায়ের গায়ে থাকে। ফাটাকেষ্ট ক্লাবের সম্পাদক নিশীথ দাস বলেন, এবার আমাদের থিম তিরুপতি বালাজি মন্দির। বাঘাযতীন সঙ্ঘের সম্পাদক কার্তিক ঘোষ বলেন, আমাদের পুজোয় প্রচুর ভক্ত আসেন। আলোকসজ্জা ও মণ্ডপ দেখতে ভিড় হয়। মালদহ থানা চত্বরে পুজো হচ্ছে।