নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পুরসভায় বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছনোর জন্য পাইপ লাইন বসানোর কাজ চলছে। আর সেই পাইপ লাইন বসাতে গিয়েই মাটির নীচে থাকা পানীয় জলের পাইপ ফেটে জল সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছে। ১২, ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের একাংশে তিনদিন ধরে পানীয় জলের এই সমস্যা প্রকট হয়েছে। ভুক্তভোগীরা পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে সম্প্রতি দেখাও করেন। বৃহস্পতিবার রবিবাবু এলাকায় এসে সমস্যা খতিয়ে দেখেন। জল সরবরাহ যাতে দ্রুত চালু করা যায় তারজন্য কাজ শুরু হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের যে সমস্ত এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে সেসব জায়গায় জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, গ্যাসের পাইপ লাইন বসাতে গিয়েই পানীয় জলের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। খোঁজ নিয়ে দেখেছি, কয়েক জায়গায় এমনটা হয়েছে। মেরামত করতে পুরকর্মীরা কাজ করছেন। যাঁরা গ্যাসের পাইপ লাইন বসাচ্ছেন তাঁদের সঙ্গেও কথা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় জল পাঠানো হয়েছে। তবে এলাকায় তোর্সার পানীয় জল সরবরাহ ঠিকঠাকই হচ্ছে।
১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিষেক সিংহ রায় বলেন, গ্যাসের পাইপ লাইন বসাতে গিয়ে এলাকায় পানীয় জলের পাইপ ফেটে যাওয়াতেই এই দুর্ভোগ। একাংশ ওয়ার্ডবাসী জল পাচ্ছেন না। চেয়ারম্যান এসেছিলেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেছেন। জলের পাইপ লাইন সারানোর কাজ শুরু হয়েছে।
কোচবিহার পুরসভা এলাকায় তোর্সার জল তুলে তা পরিস্রুত করে সরবরাহ করা হয়। পাশাপাশি গভীর নলকূপ থেকে জল তুলে তা পুরনো পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি দেওয়া হয়। এই ব্যবস্থা দীর্ঘদিন ধরেই চলছে। এদিকে, শহরের বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছতে মাটি খুঁড়ে পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। সেই কাজ করতে গিয়েই জলের পাইপ লাইন ফেটে গিয়ে এই বিপত্তি। নেতাজি রোড, দিনহাটা বাই লেন সহ আরও কিছু জায়গায় এই সমস্যা দেখা দিয়েছে।