কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
সুকন্যা গঙ্গারামপুরের শুকদেবপুর হাইস্কুলের শিক্ষিকা ছিলেন। বৃহস্পতিবার স্কুল থেকে বেসরকারি বাসে করে ফিরে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে নামেন। সেই সময় একটি বেসরকারি বাস বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে ঢোকার সময় মুখোমুখি ধাক্কা মারে মহিলাকে। বাসের সামনের চাকা মহিলার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মুহুর্তে বাসস্ট্যান্ড চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বংশীহারি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে যায়। বাসচালক ও খালাসি পলাতক। মৃতের পরিবারের তরফে এখনও লিখিত অভিযোগ হয়নি থানায়। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিস। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাবে বংশীহারি থানার পুলিস। বংশীহারি থানার আইসি অসীম গোপ বলেন, বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে বেসরকারি বাসের ধাক্কা এক মহিলার মৃত্যু হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।