প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এদিনের ঘটনার পর আতঙ্কিত হয়ে উত্তর দিনাজপুর জেলার ন’টি ব্লকের ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের আধিকারিকরা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। এদিন জেলা ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক রবি আগরওয়ালের সঙ্গে দেখা করে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শুভঙ্কর সাহা।
বুধবার সকালে হামলার ঘটনাটি ঘটে করণদিঘি ব্লকের আলতাপুর-১ নম্বর গ্রামের ঝাপোরটোল এলাকায়। মাথা ফেটে যাওয়ার পর গুরুতর জখম অবস্থায় ভূমি আধিকারিক সহ বাকি আহতদের চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর কিছুক্ষণ নজরদারিতে রেখে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এক কর্মীর হাত ভেঙেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। আক্রান্ত ভূমি আধিকারিক গৌর সোরেন বলেন, বুধবার সকালে আমরা প্রথমে খোয়াসপুরের নাগর নদীর ঘাটে রেড করতে যাই। কিন্তু সেখান গিয়ে কোনও গাড়ি দেখতে না পেয়ে ফিরে আসি। ফেরার পথে ঝাপোরটোল এলাকায় বালি বোঝাই একটি লরি দেখতে পেয়ে দাঁড় করিয়ে চালককে কাগজ দেখাতে বলি। আচমকাই দু’টি বাইকে চেপে পাঁচজন এসে আমাদের ওপর চড়াও হয়। পাশেই থাকা চেরাই করা কাঠ দিয়ে আমাদের বেধড়ক মারধর করে তারা।
উত্তর দিনাজপুর জেলা জুড়ে বালি মাফিয়ারা রমরমা কারবার শুরু করেছে। বেশকিছুদিন ধরেই বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করছিলেন, প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবে মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই জেলা। ইসলামপুর মহকুমাতেই বেআইনি বালি খননের ঘটনা বেশি ঘটছে। ইসলামপুর মহকুমার দুই প্রান্ত চোপড়ার মহানন্দা ও করণদিঘির নাগর নদী থেকেই মূলত বেআইনিভাবে বালি তোলা হয়। বুধবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাগরের খোয়াসপুর ঘাটে হানা দিলেও খালি হাতেই ফিরে আসতে হয় ভূমি আধিকারিকদের। ফেরার পথে তারা একটি বালি বোঝাই লরি দেখতে পান। লরিটি চোপড়ার সোনাপুর থেকে বালি বোঝাই করে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। লরিটি দাঁড় করিয়ে কাগজপত্র দেখতে চাইলে চালক প্রথমে রাজি হয়নি এবং তার মালিককে ফোন করে। এর কয়েক মিনিটের মধ্যেই জনা পাঁচেক যুবক বাইকে এসে ব্লক ভূমি আধিকারিক সহ বাকিদের ওপর হামলা চালায়। এদিকে ভূমি আধিকারিকের ওপর হামলার ঘটনার সুযোগ নিয়ে পালিয়ে যায় লরিটি। নিজেদের প্রাণ বাঁচাতে শেষপর্যন্ত স্থানীয় এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নেন ভূমি দপ্তরের কর্মীরা। ভূমি আধিকারিককে মারধরের পাশাপাশি তাঁর গাড়িতেও হামলা চালানো হয়। ভেঙে ফেলা হয় গাড়ির সামনের ও পিছনের কাঁচ। বুধবার রাত পর্যন্ত ভূমি দপ্তরের তরফে করণদিঘি থানায় অভিযোগ জানানো হয়নি বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।