জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
এরইমধ্যে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার দপ্তরের তরফে প্রকাশিত একটি রিপোর্টে হাসিনা সরকারকে কাঠগড়ায় তোলা হয়েছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, গত গ্রীষ্মে হাসিনা সরকারের বিরুদ্ধে পড়ুয়াদের আন্দোলন ভাঙতে নৃশংস অত্যাচার চলেছে। ছ’সপ্তাহের ওই আন্দোলনে দফায় দফায় সরকারি বাহিনীর অভিযানে প্রায় ১ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অসংখ্য মানুষ। হতাহতের অধিকাংশ ঘটনাই ঘটেছে সরকারি বাহিনীর চালানো গুলিতে। মানবাধিকারের বিরুদ্ধে গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে। এবিষয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে।
মহম্মদ ইউনুস এদিন ঢাকার আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় তিনটি গোপন কারাগার ঘুরে দেখেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একথা জানানো হয়েছে। গোপান জেলগুলি পরিদর্শনের পর ইউনুস বলেন, বিগত সরকার ‘অন্ধকার যুগ’ প্রতিষ্ঠা করেছিল। এই গোপন বন্দিশালা তারই নমুনা। বীভৎস দৃশ্য। নৃশংস জিনিস হয়েছে এখানে। তিনি আরও বলেন, যতটাই শুনি মনে হয়, অবিশ্বাস্য, এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যাঁরা নিগৃহীত হয়েছেন, তাঁরাও আমাদের সমাজেই আছেন। তাঁদের মুখ থেকে শুনলাম। কী হয়েছে, কোনও ব্যাখ্যা নেই।