জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
এই প্রসঙ্গে পিটারবারো শহরের বেঙ্গলি সংস্কৃতি ক্লাবের সদস্যা অনামিকা ঘোষ বলেন, “হেরিটেজ বেঙ্গল গ্লোবাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে এসে এইচবিজি-র ডিরেক্টর অনির্বাণ মুখোপাধ্যায় উল্লেখ করেছিলেন, এই অনন্য সুন্দর শিল্পকর্মটি টেমস প্যারেড হওয়ার পর একটি গ্যারাজে পড়ে রয়েছে। ঠিক তখনই ওই মুহূর্তেই বিষয়টি আমার মাথায় আসে।”
যদিও এই মূর্তির জন্য পাকাপাকি একটি জায়গা খুঁজে পাওয়া কিন্তু মোটেই সহজ ছিল না। একাধিক সংগঠনের দরজায় গিয়ে হতাশ হতে হয়েছিল অনামিকাকে। তবে হাল ছাড়েননি তিনি। মা দুর্গাকে নারী শক্তির প্রতীক হিসেবেই বর্ণনা করেন অনামিকা। তাঁর নিজের ব্যাখ্যায়, “ধর্মীয় আইকনের তুলনায় শিল্পকর্মটি নারী শক্তির প্রতীক। আমি এই ভাবেই বিষয়টিকে তুলে ধরেছিলাম। এই মূর্তি স্থাপন শুধুমাত্র পিটারবারো নয়, পুরো ব্রিটেনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের বাঙালিদের জন্য যা অত্যন্ত গর্বের।”