বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
বর্ষবরণের রাতে নিউ অরল্যান্সের বাওরবন স্ট্রিট এবং ইবারভিলের সংযোগস্থলের একটি জায়গায় ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। জায়গাটি অত্যন্ত জনপ্রিয়। চলছিল আনন্দ-উৎসব এবং বর্ষবরণ উদযাপনের অনুষ্ঠান। সেই সময়ে আচমকাই একটি ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। শুধু তাই নয়, ঘাতক ট্রাকটির চালক এলোপাথাড়ি গুলি চালান বলেও অভিযোগ উঠেছে। ট্রাকটিকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিস। কিন্তু ততক্ষণে আততায়ী কোনওভাবে সেখান থেকে পালিয়ে যায়। ইচ্ছাকৃতভাবেই এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিস। ওই এলাকায় আপাতত কোনও মানুষকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। তদন্তকারীদের একাংশের মতে, এই ঘটনার নেপথ্যে কোনও জঙ্গিযোগও থাকতে পারে। পুলিস আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে।