সিওল, ৩১ ডিসেম্বর: আরও বিপাকে দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন শুক ইওল। এবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল। গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সাময়িকভাবে সামরিক আইন (মার্শাল ল) জারির কথা ঘোষণা করেছিলেন তিনি। এরপরই ইওল সেদেশের মানুষদের বিক্ষোভের মুখে পড়েন। আইনসভায় ভোটাভুটির মাধ্যমে ইমপিচ হওয়ার পরই ইওলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সমন জারি করে গত দু’সপ্তাহে তাঁকে ৩ বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। এরপরই তদন্তকারীরা আদালতের দ্বারস্থ হন। রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়। এরপরই ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এমনকী তাঁর বাড়ি এবং অফিসেও তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কবে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পাশাপাশি আদৌ ইওলকে গ্রেপ্তার করা যাবে কী না সেটিও অনিশ্চিত। কারণ তাঁকে গ্রেপ্তার করতে গেলে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে তার নিরাপত্তা বাহিনী এবং সমর্থকরা।
উল্লেখ্য, দেশে সামরিক আইন জারি করার স্বপক্ষে যুক্তিও দিয়েছিলেন ইওল। তাঁর দাবি ছিল, পড়শি দেশ উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সাহায্যেই বিরোধীরা না কী দক্ষিণ কোরিয়ায় ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছে। সেই রাষ্ট্র বিরোধী শক্তিকে প্রতিহত এবং নির্মূল করতেই তাঁর এই সিদ্ধান্ত বলেও দাবি করেছিলেন ইওল। এরপরই দেশে বিরোধীদের পাশাপাশি বর্তমান সরকারেও একাংশও এই আইনের প্রতিবাদে সোচ্চার হন। একাধিক জায়গায় হয় মিছিলও। পরিস্থিতি বেগতিক দেখে তাঁর সিদ্ধান্ত একপ্রকার বাধ্য হয়েই প্রত্যাহার করে নেন ইওল। কিন্তু তাতেও শেষরক্ষ হয়নি। প্রেসিডেন্টকে পদচ্যুত করার দাবি জানান বিরোধীরা। এরপরই আইনসভায় ভোটাভুটির সাহায্যে বরখাস্ত করা হয় তাঁকে।