বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
দীর্ঘ চার বছর চ্যাটজিপিটির স্রষ্টা ওপেনএআই-এর সঙ্গে যুক্ত ছিলেন সুচির। সম্প্রতি ওই সংস্থার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। সুচিরের অভিযোগ, মার্কিন কপিরাইটের নিয়ম ভেঙে চ্যাটজিপিটি তৈরি করেছিল ওপেনএআই। এর জেরে ইন্টারনেটের ক্ষতি হচ্ছে। এখানেই শেষ নয়। সুচির জানান, যে সব ব্যবসায়ীদের তথ্য ব্যবহার করে চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তাঁদের ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলছে ওপেনএআই। তারপরেই ২৬ নভেম্বর সানফ্রান্সিসকোর বুকানন স্ট্রিটের অ্যাপার্টমেন্টে উদ্ধার হয় সুচিরের দেহ। রবিবার এক্স হ্যান্ডলে মাস্ক ও বিবেক রামাস্বামীকে ট্যাগ করে পূর্ণিমা লেখেন, ‘ব্যক্তিগত অটপসির রিপোর্ট পুলিসের দেওয়া তত্ত্বের সঙ্গে মিলছে না। সুচিরের অ্যাপার্টমেন্টে লুটপাট চালানো হয়েছিল। বাথরুমে সুচিরকে খুন করা হয়েছিল। সেখানে থাকা রক্তের দাগ তারই প্রমাণ। প্রশাসন খুনের ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালাতে চাইছে। এফবিআই তদন্তের আর্জি জানাচ্ছি।’ এর উত্তরেই পূর্ণিমার পাশে দাঁড়িয়েছেন মাস্ক। ২০১৫ সালে স্যাম অল্টম্যানের সঙ্গে হাত মিলিয়ে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন এলন মাস্ক। তিন বছর পরেই ওই সংস্থা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। তৈরি করেন এক্সএআই। সম্প্রতি অল্টম্যানের সংস্থাকে ‘মোনোপলিস্ট’ আখ্যা দিয়েছিলেন মাস্ক। এবার সুচিরের ঘটনায় পরোক্ষে প্রশাসনকেই দায়ী করলেন তিনি।