চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
এদিন মস্কো থেকে ৮০০ কিলোমিটার পূর্বে কাজান শহরে চলে ড্রোন হামলা। এনিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে হামলার ঘটনা ঘটে। তিন দফায় বেশ কয়েকটি বহুতলে হামলা চালায় আটটি ড্রোন।
তড়িঘড়ি ওই বিল্ডিংগুলি খালি করে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয় কাজান বিমান বন্দরের পরিষেবা। আগাম সতর্কতা হিসেবে শহরের সমস্ত জনসভা, অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে চলতি বছরের আগস্ট মাসে রাশিয়ার সারাতোভে একটি ড্রোন হামলা হয়। সেই ঘটনায় চারজন জখম হয়েছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালের ১১সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছিল আল কায়েদা। এর জেরে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়। এদিন কাজানে ইউক্রেনের আকাশপথে হামলা সেই স্মৃতি উস্কে দিল।