তেহরান: মেয়েরা নরম ফুলের মতো। পরিচারিকা নন। দেশের হিজাব বিধি নিয়ে বিশ্বজুড়ে নিন্দার মুখে এমনই মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনেই। কিন্তু এসবই যে লোকদেখানো, তা বুঝিয়ে দিয়েছে ইজরায়েল। এক্স হ্যান্ডলে মাশা আমিনির ছবি শেয়ার করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। তবে ছবিতে মাশার নাম ছিল না। ছিল না কোনও ক্যাপশন। ইরানের হিজাব বিধির প্রতিবাদ করায় প্রাণ হারিয়েছিলেন ২২ বছর বয়সি এই কুর্দিশ তরুণী। একইসঙ্গে ২০২৩ সালের অক্টোবরে ইরান মদতপুষ্ট হিজবুল্লার সদস্যদের লালসার শিকার হয়েছিলেন হাজার হাজার মহিলা। কথায় আছে, ছবি হাজার কথা বলতে পারে। মাশার ছবি দিয়ে সেটাই প্রমাণ করল ইজরায়েল সরকার। বুধবার এক্স হ্যান্ডলে খামেনেই লেখেন, ‘নারীরা নরম ফুলের মতো। গৃহ পরিচারিকা নন। বাড়িতে মহিলাদের ফুলের মতো যত্ন করা উচিত।’ এখানেই থেমে থাকেননি ইরানের সর্বোচ্চ ধর্মগুরু। বৃহস্পতিবার তিনি জানান, ‘পরিবারে পুরুষ ও নারীর ভূমিকা সম্পূর্ণ আলাদা। ছেলেরা পরিবারের খরচের দায়িত্ব সামলান। অন্যদিকে মেয়েরা সন্তানের জন্ম দেন। দু’জনের অবদান ভিন্নতর। এর মাধ্যমে নারী-পুরুষের অধিকার বিচার করা যায় না।’ এই মন্তব্যের পরেই বিতর্কে জড়ালেন খামেনেই।
বর্তমানে ইরানে মহিলাদের জন্য কড়া হিজাব আইন চালু রয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে এই আইন পাশ করেছিল সেদেশের পার্লামেন্ট। নিয়ম না মানলেই রয়েছে কড়া শাস্তির বিধান। বিভিন্ন সময় এর প্রতিবাদে সরব হয়েছেন মহিলারা। প্রতিবার কড়া হাতে বিক্ষোভ দমন করেছে ইরান প্রশাসন। মৃত্যু হয়েছে বহু মহিলার। মাশা তাঁদেরই একজন। হিজাব বিধির প্রতিবাদ করায় তাঁকে গ্রেপ্তার করেছিল ইরানের নীতি পুলিস। কয়েকদিন পরে হেফাজতেই মাশার মৃত্যু হয়। এরপরেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। মৃত তরুণীর ছবি দিয়ে ইরানের বাস্তব চিত্র মনে করিয়ে দিল ইজরায়েল।