পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
ঘটনার সূত্রপাত ৫ আগস্ট। গণ অভ্যুত্থানের পর ওইদিন চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্র-জনতা। অভিযোগ, ২৫ অক্টোবর ইসকনের সমাবেশের দিন ওই জাতীয় পতাকার উপরে সংস্থার গেরুয়া পতাকা ওড়ানো হয়। সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার রাতে ফিরোজ খান নামে এক ব্যক্তি চট্টগ্রামের কোতয়ালি থানায় ইসকনের অন্যতম সংগঠক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বায়ক অজয় দত্ত সহ ১৯ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতা আইনে মামলা দায়ের করেন। এই ঘটনায় এখনও পর্যন্ত রাজেশ চৌধুরী ও হৃদয় দাস নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিসের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) তারেক আজিজ।