পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
বর্তমানেও যুদ্ধকালীন তৎপরতায় স্পেনে উদ্ধারকাজ চলছে। হেলিকপ্টার নামানোর পাশাপাশি প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। জানা যাচ্ছে, ভ্যালেন্সিয়ায় প্রায় ৯২ জন এবং পাশ্ববর্তী এলাকায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। স্পেনের আবহাওয়া দপ্তর সূত্রে খবর গত মঙ্গলবার মাত্র ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল চিভা এবং ভ্যালেন্সিয়ায়। চিভা এলাকায় মাত্র চারঘণ্টায় ৩২০ মিমি বৃষ্টি হয়েছিল। তার জেরে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। প্রশাসনের তরফে নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭৩ সালে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছিল।