প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
আগামী ১২ ঘণ্টায় স্পেনের বিভিন্ন এলাকায় আরও বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি হয়েছে লাল সতর্কতা। তাই প্রশাসনের তরফে নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন দমকল কর্মীরা। সূত্রের খবর, বহু মানুষের মৃতদেহ উদ্ধার হয়েছে ভ্যালেন্সিয়া প্রদেশ থেকে। যদিও ঠিক কতজনের মৃত্যু হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের জন্য সেই বিষয়ে এখনও পর্যন্ত জানায়নি প্রশাসন। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি সম্পূর্ণ ভাবে ডুবে গিয়েছে। ভেসে আসছে কাদামাখা জল। এই পরিস্থিতি থেকে বাঁচতে কেউ কেউ গাছে উঠেও আশ্রয় নিয়েছেন। আপাতত কপ্টার ও ড্রোনের মাধ্যমে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিস। বৃষ্টির জেরে ভ্যালেন্সিয়া এয়ারপোর্ট থেকে ১০টি বিমানের উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে। অবতরণের জন্য অন্য এয়ারপোর্টে ঘুরিয়ে দেওয়া হয়েছে ১২টি বিমানকে। বৃষ্টির জেরে রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মাঝে হাইস্পিড ট্রেন পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।