প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
মাত্র কয়েকদিন আগে ওয়ালজ দাবি করেছিলেন, তিয়েন-আন-মেন স্কোয়ারের সময় হংকংয়ে উপস্থিত ছিলেন। পরে প্রমাণিত হয় এই দাবি ভুয়ো। সেই বিতর্কের রেশ মেটার আগেই এল ওয়াং বিতর্ক। জেনা ওয়াং জানিয়েছেন, সেটা ১৯৮৯ সাল। ওয়ালজ তখন চীনের গুয়াংদং প্রদেশের ফোসানের একটি হাইস্কুলের ইংরেজির শিক্ষক। ইংরেজি উচ্চারণ ঠিক করার জন্য ক্লাসে ভর্তি হন তিনি। ওয়াংয়ের দাবি, একদিন ক্লাস চলার সময় হেডফোন খুলে দেন ওয়ালজ। কানের কাছে ফিসফিসিয়ে বলেন, ‘তুমি খুব সুন্দর।’ এরপর সুবক্তা ওয়ালজের প্রেমে ভেসে যান ২৪ বছরের ওয়াং। মার্কিন নাগরিকের সঙ্গে প্রেম মেনে নেবে না পরিবার। ওয়াংয়ের বাবা আবার চীনা কমিউনিস্ট পার্টির সদস্য। তাই গোপনে, লোকচক্ষুর আড়ালে চলত তাঁদের প্রেম। মাঝেমাঝেই হংকং যেতেন কমলা হ্যারিসের বর্তমান রানিং মেট। সেখান থেকে তাঁর জন্য বিলাসবহুল উপহার আনতেন।
সব ঠিকঠাক চলছিল। আমেরিকায় গিয়ে সেটল করার স্বপ্নে বিভোর ওয়াং লক্ষ্য করেন, একবারও বিয়ের কথা বলছেন না ওয়ালজ। বিয়ের কথা বলতেই রেগে যেতেন। বলেন, ‘প্রেম নয়, মার্কিন ভিসা পেতেই এসব করছেন ওয়াং।’ এতে হতাশ হয়ে ওয়াং আত্মহত্যার চেষ্টা করেন। এরপর চীন ছেড়ে ইতালিতে ডেরা বাঁধেন ওয়াং। আর ওয়ালজ আমেরিকায় ফিরে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। এখন তিনি মিনেসোটার গভর্নর।