প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
স্থানীয় পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত অর্চিতের বিরুদ্ধে কানাডাজুড়ে ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এছাড়া ব্র্যাম্পটনের বাসিন্দা এয়ার কানাডার প্রাক্তন কর্মী সিমরনপ্রীত পানেসর এবং আরসালান চৌধরী নামে আরও একজনের নামেও একই ওয়ারান্ট জারি রয়েছে। পুলিস প্রধান নিশান দুরাইয়াপ্পার কথায়, ‘যেভাবে বিমানবন্দরের হাই সিকিউরিটি এলাকা থেকে ওই আস্ত কার্গোটি চুরি করা হয়েছে, তা নিঃসন্দেহে নজিরবিহীন। গোটা ঘটনাটি এতই চাঞ্চল্যকর যে অনায়াসে নেটফ্লিক্স সিরিজ তৈরি হয়ে যেতে পারে।’