হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
বাস, ট্রেন ছাড়াও ব্যক্তিগত গাড়িতে করেও অনেকেই কুম্ভমেলায় রওনা দিয়েছেন। ফলে যানজট আরও বেড়েছে। প্রয়াগরাজ শহরেই প্রায় ২৫ কিমি যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সমস্যায় পড়ছেন বয়স্ক, শিশু এবং মহিলারা।
ব্যাপক যানজটের কারণে অপ্রিয় ঘটনা এড়াতে সম্পূর্ণ সতর্ক রয়েছে পুলিস প্রশাসন। প্রয়াগরাজ জোনের আইজি প্রেম গৌতম, এসপি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব, এএসপি রাজেশ সিংসহ বিশাল পুলিস বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য, পুলিস ড্রোন ক্যামেরার মাধ্যমে রাস্তার দিকে নজর রেখেছে। প্রশাসনের পক্ষ থেকে কোখরাজ বাইপাস থেকে ফাফামাউ বেলা কাছার পার্কিং-এর দিকে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে, ভক্তরা সহজেই পূর্ণকুম্ভে পৌঁছে স্নান করতে পারবে।