হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
নতুন ভাইরাসটি সম্পর্কে গবেষকরা জানিয়েছেন, সার্স কোভ-২-র সঙ্গে এর অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। সার্স কোভ-২ যে পদ্ধতিতে মানব শরীরের কোষে ঢুকে পড়ত, এইচকেইউ৫-কোভ-২ ভাইরাসও একই পদ্ধতি অবলম্বন করে। মানব শরীরে সংক্রমণের ব্যাপারে নতুন ভাইরাসটি সার্স কোভ-২ ভাইরাসের থেকেও বেশি শক্তিশালী বলেও জানিয়েছেন ওই গবেষকরা। তবে ঠিক কী পদ্ধতিতে এই ভাইরাস মানব শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং তার প্রভাব কতটা ভয়ঙ্কর হবে, তা নিয়ে এখনও গবেষণার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
তবে নতুন ভাইরাস থেকে মহামারীর আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ মাইকেল অস্টারহোম। তাঁর মতে, ২০১৯ সালে সার্স বা সম প্রজাতির ভাইরাসের বিরুদ্ধে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যতটা ছিল, কোভিড পরবর্তী সময়ে সেই ক্ষমতা অনেকটাই বেড়েছে। ফলে ফের মহামারীর আশঙ্কা নেই বললেই চলে।