হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
জলসেচের জন্য নাগারকুর্নুলের শ্রীশৈলম বাঁধের কাছে সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছিল। হঠাৎই সুড়ঙ্গটির বাঁ দিকের ছাদের প্রায় তিন মিটার অংশ ভেঙে পড়ে। এর জেরে ২০০ মিটারেরও বেশি এলাকায় জল-কাদা ছড়িয়ে পড়ে। আর সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। তাঁদের সঙ্গে সমস্তরকম যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকী সুড়ঙ্গের এয়ার চেম্বার ও কনভেয়ার বেল্টও নষ্ট হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও উদ্ধারকারী দল। পুরো বিষয়টির উপর নজর রেখেছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। জেলাশাসক, পুলিশ সুপার, দমকল আধিকারিক এবং সেচ দপ্তরের আধিকারিকদের যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন তিনি। পরের দিকে বিশেষ হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছন তেলঙ্গানার সেচমন্ত্রী এন উত্তম কুমার ও অন্য আধিকারিকরা। আপাতত উদ্ধার কাজ চলছে।