হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
দুর্ঘটনাস্থলে পৌঁছনো পুলিসের এক উচ্চপদস্থ কর্তা জানান, কোম্পানির দেওয়া তথ্য অনুসারে ৬-৮ জন শ্রমিক ধ্বংসস্তুপের নিচে আটকে থাকতে পারে। নির্মাণকারী সংস্থার বিশেষ টিম ইতিমধ্যেই পুরো বিষয়টি জানার জন্য সুড়ঙ্গের ভিতরে গিয়েছে। তারা পরিস্থিতির দিকে নজর রাখছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফেও অবশ্য এ বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন। জেলা কালেক্টর, পুলিস সুপার এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর নির্দেশ পেয়েই দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন সেচমন্ত্রী এন উত্তম কুমার রেড্ডি, সেচ বিষয়ক সরকারি উপদেষ্টা আদিত্যনাথ দাস।