হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
পুলিস সূত্রে খবর, কোরামঙ্গলা পুলিস অজিত, বিশ্বাস এবং শিবু নামে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন এখনও পলাতক। তাকে খুঁজতে তল্লাশি শুরু করা হয়েছে।
বেঙ্গালুরুর (সাউথইস্ট) –এর ডেপুটি কমিশনার অফ পুলিস, সারা ফাতিমা এই ঘটনা প্রসঙ্গে জানান, “শুক্রবার সকাল ৭.৩০-৮টার দিকে পুলিসের কাছে এই ঘটনার বিষয়ে তথ্য আসে। জঘন্য এই ঘটনার সঙ্গে চারজন জড়িত। ইতিমধ্যেই পুলিস ৩ কালপ্রিটকে পাকড়াও করেছে। যত তদন্ত এগোবে তত আমরা নতুন তথ্য পাব। এখন পর্যন্ত জানা গিয়েছে, মহিলার বাড়ি দিল্লিতে। বেঙ্গালুরুতে তাঁর বিয়ে হয়। হোটেলে এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন নির্যাতিতা।”