হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
অন্যদিকে, পূর্ণকুম্ভ থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ উত্তরপ্রদেশের গাজিপুরে বারাণসী-গোরক্ষপুর হাইওয়েতে ট্রাকে ধাক্কা মারে যাত্রীবাহী একটি গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ির চারজন যাত্রী। তাঁদের মধ্যে রয়েছেন পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবের ভাইঝি সোনি, তাঁর কাকিমা গায়ত্রী দেবী, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বিপিন মণ্ডল এবং গাড়িচালক সালাউদ্দিন। ওই গাড়ির আরও এক যাত্রী দীপক ঝা জখম হন। পাশাপাশি, পাটনায় ফেরার পথে আরা-মোহানিয়া জাতীয় সড়কে ভোজপুরের দুলহিনগঞ্জ বাজারে দুর্ঘটনায় প্রাণ হারান ছ’জন যাত্রী।