হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
না পারে।
ওই বৈঠকে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) নিয়েও কথা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে। হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকারের দায়িত্ব নিয়েই সার্ককে সক্রিয় করতে উঠেপড়ে লেগেছেন মহম্মদ ইউনুস। জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও তা নিয়ে আলোচনা করেছেন তৌহিদ। সেই প্রসঙ্গ টেনে পাকিস্তানকে নিশানা করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার সকলেই জানে কোন দেশের, কী ধরনের কাজকর্মের জন্য সার্কের অগ্রগতি আটকে রয়েছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, সবার আগে পাকিস্তানকে জঙ্গিদের মদত দেওয়া এবং ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হবে। এদিকে, দক্ষিণ আফ্রিকায় জি ২০ বিদেশমন্ত্রীদের বৈঠকের যোগ দিয়ে জোহনেসবার্গ পৌঁছেছেন জয়শঙ্কর। সেখানে নাম না করে চীনকে নিশানা করেছেন তিনি। বিদেশমন্ত্রীর বার্তা, বহুত্ববাদকে এগিয়ে নিয়ে যেতে হলে দাদাগিরি চলবে না। গুটিকয় দেশের স্বার্থ সুরক্ষিত করার জন্য আন্তর্জাতিক এজেন্ডা কাটছাঁট করা উচিত নয়। পাশাপাশি, জি ২০-তে বিদেশ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে চীনের প্রতিনিধির সঙ্গে কথা বলেন জয়শঙ্কর।