হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
৮২ হাজার পদে ইন্টার্নশিপের জন্য অফার দেওয়া হয়েছিল প্রাথমিক আবেদনপত্র গ্রহণ ও খতিয়ে দেখার পর। কিন্তু তা গ্রহণ করেছেন মাত্র ২৮ হাজারের মতো কর্মপ্রার্থী। এই প্রবণতা চরম বিস্ময়কর। এর মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি পেশ করা বাজেটে আগামী আর্থিক বছরের জন্য ১০ হাজার ৮৩১ কোটি টাকা বরাদ্দ করেছেন ইন্টার্নশিপ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য। আবার নতুন অফার দেওয়া হয়েছে। কিন্তু এবার কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক সতর্ক হয়ে অগ্রসর হচ্ছে। অর্থমন্ত্রক কর্পোরেট অ্যাফেয়্যার্স মন্ত্রককে জানিয়েছে, কর্মপ্রার্থীদের প্রবণতা লক্ষ্য করে যেন পরবর্তী ধাপে এগনো হয়। যদি পাইলট প্রকল্পের মতোই সাড়া কম পাওয়া যায়, তাহলে গোটা প্রকল্প নিয়ে পুনরায় ভাবনাচিন্তা করা হবে। সেক্ষেত্রে একটি বিকল্প ভাবা হয়েছে, সরাসরি রাজ্য সরকারকে সঙ্গে নেওয়া। এখনও পর্যন্ত যে ইন্টার্নশিপ অফার দেওয়া হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ পাঁচ তালিকায় তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং গুজরাত।