জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
এদিকে, এদিন খানাউরি সীমানায় আন্দোলন চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রবীণ কৃষক নেতা বলদেব সিং সিরসা। হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে জানা গিয়েছে, এই কৃষক নেতার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি, ২০২১ সালের ডিসেম্বরে কৃষিমন্ত্রকের দেওয়া আশ্বাস পূরণ ইত্যাদি ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারী কৃষকরা। তাঁদের অভিযোগ, মোদি সরকার প্রতিশ্রুতি পালনে টালবাহানা করছে। যার জেরে প্রবল চাপে অসুস্থ হয়ে পড়ছেন প্রবীণ কৃষক নেতারা। এর দায় নিতে হবে কেন্দ্রকেই। চিকিৎসা পরিষেবা গ্রহণ করলেও এখনও পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানার খানাউরি সীমানায় অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নবতিপর কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল।