মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
পুলিস সূত্রে খবর, ফল এবং সবজি বোঝাই ট্রাকটি সাভানুর থেকে কুমটা বাজারের উদ্দেশে রওনা দিয়েছিল। ট্রাকটিতে বেশ কয়েকজন যাত্রীও ছিলেন। কুমটা বাজারে তাঁরা সেই ফল এবং সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি বাস আচমকা ট্রাকটিকে ধাক্কা মারে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের একটি খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় ইয়েল্লাপুর থানার পুলিস। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে।