মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের আসন আরও বেশি হেলানো থাকবে। গদি হবে আরও বেশি নরম। ট্রেনের শৌচালয় ও প্যাসেজের বেসিনের অগভীরতার কারণে নোংরা জল ছিটকে আসে বলে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ। কিন্তু নতুন বন্দে ভারতে ওয়াশ বেসিনের গভীরতাও আরও অনেকটাই বৃদ্ধি করা হচ্ছে। শৌচালয়ে থাকবে আরও উজ্বল আলো। সেইসঙ্গে নয়া বন্দে ভারত ট্রেনগুলিতে একগুচ্ছ প্রযুক্তিগত পরিবর্তনেরও পথেও হাঁটছে রেলমন্ত্রক।
বর্তমানে দেশে ১৩০ জোড়ারও বেশি বন্দে ভারত এক্সপ্রেস চলে। এছাড়াও ২০০টি নতুন চেয়ারকার বন্দে ভারত ট্রেন সেট তৈরির বরাত দিয়েছে রেলমন্ত্রক। নতুন কোচের পাশাপাশি পুরনো ট্রেনগুলিতেও ‘মডিফিকেশন’ করা হবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে নতুন বরাতপ্রাপ্ত বন্দে ভারতের কোচের শৌচালয় নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। যদিও পরে তা মিটিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এবারের বাজেটেও আরও কয়েকটি নতুন বন্দে ভারত ট্রেনের ঘোষণা হতে পারে।
এদিকে, বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়েও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ক্রমে বাড়ছে। এক্ষেত্রে ফিল্ড ট্রায়ালও কার্যত শেষ। কমিশনার্স অব রেলওয়ে সেফটি (সিআরএস) ট্রায়াল রানের যাবতীয় গতিপ্রকৃতিতে সন্তোষ প্রকাশ করেছে। শীঘ্রই জম্মু-শ্রীনগর রুটে চালু হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন।