মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
জানা গিয়েছে, গত সোমবার ভিন্দ জেলায় তহসিলদারের অফিসে কেনা জমির রেজিস্ট্রেশন করাতে গিয়েছিলেন ওই দম্পতি। সেখানেই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। ওইদিন সন্ধ্যায় গোহাদ থানায় অভিযুক্ত সরকারি কর্মী নবল কিশোর গৌড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। তার ভিত্তিতে দায়ের হয় এফআইআর। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মারধরের ওই ভিডিও। এর পরে নড়েচড়ে বসে প্রশাসন। অভিযুক্ত ওই কর্মীর বিরুদ্ধে এসডিএমের কাছে রিপোর্ট পাঠানো হয়। এরপরই নবল কিশোরকে সাসপেন্ড করা হয়। অভিযুক্ত ওই সরকারি কর্মচারি তহসিলদারের অফিসে রাজস্ব বিভাগে কাজ করেন। আক্রান্ত মহিলা অভিযোগ করেন, জমির রেজিস্ট্রেশনের জন্য তাঁকে ৬ মাস ধরে ঘোরানো হচ্ছে। সে কথা জানাতেই মহিলার উপর চড়াও হন নবল।