বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
রবিবার রাত পৌনে ১১টা নাগাদ পুনের উরুলিকাঞ্চনের কাছে ট্রেনটি ট্র্যাক বদল করছিল। তখন লোকো পাইলট লাইনের উপর একটি গ্যাসের সিলিন্ডার দেখতে পান। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে উরুলিকাঞ্চন স্টেশনে বিষয়টি জানান চালক। খবর পেয়েই ঘটনাস্থলে আসে রেল পুলিস। স্থানীয় পুলিসও চলে আসে। উরুলিকাঞ্চন থানার পুলিস জানিয়েছে, সিলিন্ডারটিতে গ্যাস ভর্তি ছিল। ধাক্কা লাগলে বড় ক্ষতি হতে পারত। নাশকতার জন্য গ্যাস ভর্তি সিলিন্ডারটি লাইনে রাখা হয়েছিল বলে অনুমান। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।