পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
স্থানীয় সূত্রে খবর, গত ২২ ডিসেম্বর হামিদপুর গ্রামে বন্ধু-বান্ধবদের নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন মেহতাব নামে এক যুবক। তাঁদের সাদর অভ্যর্থনা জানায় কনের পরিবার। কনে বলেন, ‘আমি সকাল থেকে অপেক্ষা করলাম। বর এবং তার পরিবারের লোকজন আসেন। খাওয়া দাওয়াও হয়ে যায়। তবে খাবার দিতে দেরি হওয়ার কারণ দেখিয়ে বর পালিয়ে যায়। সুবিচার চেয়ে আমি পুলিসের দ্বারস্থ হয়েছি।’ তিনি আরও বলেন, বরের লোকজন খাওয়াদাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ভিড় হওয়ায় খাবার দিতে কিছুটা দেরি হয়। এই নিয়ে বন্ধুরা বরকে টিটকিরি দিতে থাকেন। এতে রেগে গিয়ে আমাদের পরিবারের লোকজনকে কটূক্তি করেন বর ও তাঁর পরিবারের লোকজন। এই নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয়। গ্রামের প্রবীণরা মধ্যস্থতার চেষ্টা করেন। তবে বিয়ে করতে অস্বীকার করে মেহতাব বিয়ের আসর ছেড়ে চলে যান। বিয়ের আগে কনেপক্ষের থেকে দেড় লক্ষ টাকা নিয়েছিল মেহতাবের পরিবার।
অভিযোগ পেয়ে দু‘পক্ষকে আলোচনার জন্য ডাকে পুলিস। সার্কল অফিসার রাজেশ রাই জানিয়েছেন, ১ লক্ষ ৬১ হাজার টাকা কনেপক্ষকে দেওয়ার শর্তে দু’পক্ষ চুক্তি স্বাক্ষর করেছে।