পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘যা দরকার, তার চেয়ে ২০-৩০ শতাংশ ফ্যাকাল্টি কম নিয়ে চলছে এইমস। আগে ৮৪৩ জন চিকিৎসক ছিলেন। মাদার অ্যান্ড চাইল্ড ব্লক তৈরি হওয়ায় তা বেড়ে ১ হাজার ২০০ হয়েছে। কিন্তু তাও প্রয়োজনের তুলনায় কম। ফলে দু’বছরের চুক্তিতে লোক নিয়ে কাজ চালাতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিন গড়ে ইমারজেন্সিতে ৮০০ রোগীর ভিড় হয়। বছরে তিন লক্ষ অপারেশন হয়। ৫০ লক্ষ রোগী দেখা হয়। ফলে এইমসে অদূর ভবিষ্যতে ওয়েটিং লিস্ট কমবে না। রোগীকে অপেক্ষা করতেই হবে। কিছু করার নেই। আমার অনুরোধ, স্রেফ জটিল সমস্যার চিকিৎসার জন্যই এইমসে আসা উচিত।’
নয়াদিল্লি এইমসের চাপ কমাতে বিশেষ অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কল্যাণী সহ দেশের বাকি ১৬টি এইমসের সঙ্গে নয়াদিল্লির এইমস সমন্বয় করে চলবে। ভিডিও কলের মাধ্যমে মিলবে চিকিৎসা পরামর্শ। ফলে আর দিল্লিতে আসতে হবে না।
আর জি কর ইস্যুতে বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের ‘শাস্তি’ মকুবের বিষয়টি কী হল? জানতে চাওয়ায় এইমসের ডিরেক্টর বলেন, ‘দেশের অ্যাটর্নি জেনারেলে মতামত চেয়েছি। তিনি যা বলবেন, তাই হবে।’ হাসপাতাল চত্বরের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। আর জি কর কাণ্ডে বিক্ষোভ দেখানোর অভিযোগে নয়াদিল্লি এইমসের ডাক্তারদের ‘অন ডিউটি’ স্ট্যাটাস বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনকারীরা ছুটিতে ছিলেন বলে জানানো হয়।