পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
পুলিস জানিয়েছে, আক্রান্ত দুই মহিলার বিরুদ্ধে গ্রামবাসীদের ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার খারিমুখরা গ্রামে দুই মহিলাকে মারধরের ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে আসে রবিবার। সমাজমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে গাছের সঙ্গে পিছমোড়া করে বেঁধে ওই দুই মহিলাকে মারধর করতে দেখা গিয়েছে উন্মত্ত জনতাকে। আক্রান্তদের মুখ ফেটে রক্ত ঝরছে। তাঁদের ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়। খবর পেয়ে নীলগিরি থেকে পুলিসের দল গ্রামে এসে দুই মহিলাকে উদ্ধার করে। তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগ, খ্রিস্ট ধর্ম গ্রহণের জন্য গ্রামবাসীদের ‘মগজধোলাই’ করছিলেন ওই দুই মহিলা। এমন খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় হিন্দু সংগঠনের লোকজন ঘটনাস্থলে আসে। ওই দুই মহিলাকে মারধর নির্মমভাবে মারধর করা হয়। জেরার মুখে ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ ওই দুই মহিলা স্বীকার করে নিয়েছেন বলে পুলিসের দাবি। হামলাকারীদের বিরুদ্ধেও একটি পৃথক মামলা দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে বলে স্থানীয় থানার ওসি সুভাষচন্দ্র মল্লিক জানিয়েছেন।