পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
রাহুলের নিন্দায় মুখর হয়েছে বিজেপি। দলের মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, ‘দেশ যখন মনমোহন সিংয়ের প্রয়াণে শোকাহত, তখন রাহুল গান্ধী ছুটি কাটাতে ভিয়েতনাম গিয়েছেন। নিজের রাজনৈতিক স্বার্থে তিনি মনমোহন সিংয়ের মৃত্যুকে কাজে লাগিয়েছেন।’ যদিও পাল্টা কংগ্রেসও সামাল দেওয়ার চেষ্টা করেছে। দলের সাংসদ তথা রাহুল ঘনিষ্ট নেতা মানিক্কম টেগর বলেছেন, ‘ব্যক্তিগতভাবে রাহুল গান্ধী বিদেশ গেছেন তো কী হয়েছে? এ নিয়ে সমালোচনার কী আছে। বিজেপি এভাবে দৃষ্টি না ঘুরিয়ে আগে বলুক কেন ডঃ মনমোহন সিংকে নিগমবোধ ঘাটে অন্ত্যেষ্টি করে অপমান করেছে?’