পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
ধূমপানের ক্ষতি নিয়ে গবেষণা অবশ্য নতুন কিছু নয়। তাহলে নতুন কী রয়েছে এই নয়া গবেষণাপত্রে? বলা হয়েছে, প্রতিটি সিগারেটে একজন পুরুষের আয়ু কমে ১৭ মিনিটেরও বেশি। মহিলাদের ক্ষেত্রে তা প্রায় ২২ মিনিট। এর আগেও সিগারেট নিয়ে এমনই এক গবেষণা চালিয়েছিলেন বিজ্ঞানীরা। তাতে প্রতিটি সিগারেটে ১১ মিনিট করে আয়ু কমে যাওয়ার আশঙ্কর কথা বলা হয়েছিল। কিন্তু, সাম্প্রতিক গবেষণার তথ্য আরও উদ্বেগজনক। তাতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি সিগারেট গড়ে ২০ মিনিট আয়ু কমিয়ে দেয়। অর্থাৎ ২০টি সিগারেটের একটি প্যাকেটে জীবনের প্রায় সাত ঘণ্টা কমে যায়। সেই কারণে গবেষকরা নতুন বছরে ধূমপানের অভ্যাস পুরোপুরি ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন।
গবেষকদের মতে, ধূমপানের অভ্যাস মূলত জীবনের মধ্য পর্যায়ের সুস্থ সময় নষ্ট করে দেয়। পরিসংখ্যান অনুযায়ী, যদি কোনও ধূমপায়ী নতুন বছরের প্রথম দিনে সিগারেট ছেড়ে দেন, তাহলে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখের মধ্যে তিনি তাঁর আয়ুর এক সপ্তাহ সময় ফিরে পাবেন। আর এই অভ্যাস বজায় রাখলে বছর শেষে প্রাপ্তি হবে জীবনের প্রায় ৫০ দিন।
এই রিপোর্টের কথা শুনে বর্ষীয়ান এক ধূমপায়ীর রসিকতা, ‘এমন তথ্য তো আগেও কম আসেনি। তার পরেও ছাড়তে পারলাম কই! শুধু শুধু বাড়িতে অশান্তি বাড়ে।’ তাহলে উপায়? একগাল হেসে বললেন, ‘এবারেও নিউ ইয়ার রেজলিউশন নিয়েছি। দেখা যাক কী হয়।’