চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
পঞ্জিকা মতে, এবার কুম্ভমেলার ছ’টি দিন বিশেষ গুরুত্বপূর্ণ। সেগুলি হল—১৩, ১৪, ২৯ জানুয়ারি, ৩, ১২ ও ২৬ ফেব্রুয়ারি। আগামী বছর সনাতনী হিন্দুদের এই মহোৎসবের সূচনা হচ্ছে পৌষ পূর্ণিমা তিথিতে। পরদিন অর্থাৎ ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে রয়েছেন শাহি স্নান। পরের শাহি স্নান ২৯ জানুয়ারি মৌনি অমাবস্যার দিন। কথিত আছে, আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনগুলিতে ওই স্থানে স্নান করলে জন্ম-মৃত্যুর বৃত্ত থেকে পরিত্রাণ পান ভক্তরা। সাধুসন্তরা খুঁজে ফেরেন আধ্যাত্মিক সাধনায় মুক্তির পথ। এই তিন দিন ছাড়াও ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতেও পবিত্র সঙ্গমে অবগাহন করবেন লক্ষ লক্ষ সাধু সন্ত, সাধারণ ভক্ত, পুণ্যার্থীরা।