কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
সন্দীপ পুলিসকে জানান, বৃহস্পতিবার রাতে নয়ডা থেকে তিন যুবক তাঁর ক্যাবে ওঠে। গন্তব্য ছিল সোনিয়া বিহারে। নির্দিষ্ট স্থানে পৌঁছনোর পর ক্যাবের ভাড়া ওঠে ৪০০ টাকা। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন তারা। সন্দীপের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তিন যুবক। এরপরই আচমকা একজন পকেট থেকে ধারাল অস্ত্র বার করে সন্দীপের মাথায় এবং পেটে এলোপাথাড়ি কোপাতে থাকে। সেখান থেকে পালানোর চেষ্টা করলেও পারেনি সন্দীপ। রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারেই তিনি লুটিয়ে পড়েন। এরপরই সেখান থেকে চম্পট দেয় ওই তিন যুবক। কর্তব্যরত পুলিস আধিকারিকরা গুরুতর আহত অবস্থায় সন্দীপকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসা চালাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সন্দীপের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজও। অ্যাপ নির্ভর ওই ক্যাবের সূত্র ধরেই অভিযুক্ত ওই তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম দীপাংশু, রাহুল এবং ময়ঙ্ক।
পুলিস জানিয়েছে, ধৃতেরা ওই দিন মদ্যপ অবস্থায় ছিল। ঘটনায় তাদের আরও এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম নিখিল। সে নাবালক। খুনের ঘটনায় নিখিলও তাদের সঙ্গে ছিল বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।