চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
যদিও এদিনের ঘটনায় ঠিক কতজন পদপিষ্ট হয়েছেন, তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি প্রশাসন। মিরাটের আইজি দীপক মিনা বলেন, কয়েকজন পদপিষ্ট হলেও প্রাণহানি ঘটেনি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা পাঠানো হয়েছে। গত জুলাই মাসে হাতরাসে ভোলেবাবা নামে এক স্বঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২১ জনের। তারপরেও যোগীরাজ্যে পরিস্থিতি যে বদলায়নি, এদিনের ঘটনা তারই যেন হাতেগরম প্রমাণ!