যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
সেনা আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, গোয়েন্দা সূত্রে সেনাবাহিনী নিশ্চিত খবর পায় যে, বেশ কয়েকজন জঙ্গি শ্রীনগরের হারওয়ান এলাকায় আশ্রয় নিয়েছে। সেই মোতাবেক গতকাল রাতেই দ্রুত অভিযানে নামে সেনা, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিস। শুরু হয়ে যায় তল্লাশি। সেটি চলাকালীনই জঙ্গিরা নাগাড়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা রক্ষীরাও। এরপরই আজ ভোরে ডাচিগামে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়। তবে সন্দেহ করা হচ্ছে যে, সেখানে আরও দুই বা তিনজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে। অভিযান এখনও চলছে বলেই সেনা সূত্রে জানানো হয়েছে।