গুয়াহাটি ও আগরতলা: বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ। সোমবার হিন্দু সংঘর্ষ সমিতি নামে এক সংগঠনের ডাকা বাংলাদেশ সহকারী হাই কমিশন অভিযান কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার রাজধানী আগরতলা। নিরাপত্তার ঘেরাটোপ টপকে সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। বাংলাদেশের পতাকা পোড়ানো হয় বলেও অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক বলেছে, ‘এদিন দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা খুব দুঃখজনক। কোনও অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তিকে লক্ষ্যবস্তু করা উচিত নয়।’ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাইকমিশনগুলির নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সরকার সমস্ত পদক্ষেপ করবে বলেও ঢাকাকে আশ্বস্ত করেছে নয়াদিল্লি।
সংখ্যালঘু নির্যাতন ও ভারত বিদ্বেষের প্রতিবাদ অব্যাহত সীমান্তের এপারে। ত্রিপুরা ছাড়া অসমেও বিক্ষোভ প্রদর্শন চলছে। এরইমধ্যে ইউনুস সরকারের উপর চাপ বাড়িয়ে অবিলম্বে ১৩৫ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দিতে বলেছে ত্রিপুরা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মাণিক সাহার হুঁশিয়ারি, পরিস্থিতির বদল না হলে বাংলাদেশকে তার চরম মূল্য চোকাতে হবে। সোমবার অসমের শ্রীভূমিতে (আগে যার নাম ছিল করিমগঞ্জ) পোড়ানো হয় বাংলাদেশি পণ্য। সুতারকান্দি সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা।