যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
কোনও সংস্থা বা শিল্প অতিরিক্ত লাভের মুখ দেখলে তার উপর উইন্ডফল ট্যাক্স বসায় সরকার। ২০২২ সালের জুলাই মাসে পেট্রপণ্যের রপ্তানির উপর বসানো হয় এই কর। তেল সংস্থাগুলি এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছে। তাদের যুক্তি, উৎপাদনের উপর বিরূপ প্রভাব ফেলছে এই বিশেষ ট্যাক্স। সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও), শুল্ক দপ্তর এবং পেট্রলিয়াম মন্ত্রক পর্যাোলচনা করে উইন্ডফল ট্যাক্স তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সোমবার থেকে তা কার্যকর হয়েছে।